রোড এক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় জীবন রক্ষার প্রয়োজনে নন মাহরাম মেয়ের শরীর স্পর্শ করার বিধান।
যদি আমার সামনে কোন মেয়ে দুর্ঘটনায় পড়ে (সড়ক বা অন্য কোনো) যেখানে আমি ছাড়া কেউ নেই। এ অবস্থায় তাকে জরুরিভাবে হাসপাতাল নিতে হবে বা তার গায়ে হাত দিয়ে কোন সাহায্য করতে হবে। তাহলে আমি কি তাকে স্পর্শ করতে পারব?
ইসলাম কী বলে?
এমন পরিস্থিতিতে অবশ্যই আপনি তাকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব কিছুই করতে পারবেন।
ইসলামের একটি মূলনীতি হল, الضرورات تبيح المحظورات
“জরুরি প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়।”
অর্থাৎ এই বিপদ ও সংকট মুহূর্তে মানুষের জীবন রক্ষার তাগিদে সাময়িকভাবে পর্দার হুকুম প্রযোজ্য হবে না। তবে অবশ্যই আপনাকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে যতটুকু না হলে নয় ততটুকুই তার শরীরে স্পর্শ করতে হবে। এর অতিরিক্ত নয়।
আল্লাহু আলাম।