শ্রেষ্ঠ জান্নাতে রাসূলের (সাঃ) সাথে

প্রায়ই বিভিন্ন বর্ণনায় এরকম পাওয়া যায় যে, রাসূল(সাঃ) রাস্তা দিয়ে, অথবা মসজিদ, কারো গৃহের পাশ দিয়ে যাবার সময় যখন কাউকে আল্লাহর কাছে দু’আ করতে শুনতেন; তিনি সেই দু’আর প্রত্যুত্তরে সমর্থন জানাতেন।

রাসূল (সাঃ), আবু বকর (রাঃ) এবং উমর (রাঃ) কে সাথে নিয়ে মদীনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করবার সময় তারা আবদুল্লাহ ইবনে মাস’উদ(রাঃ) কে লক্ষ করলেন। তিনি তাঁর রাত্রিকালীন ইবাদাতে মশগুল ছিলেন। আল্লাহর সাথে কথোপকথন করছিলেন, তার অপূর্ব, মনোমুগ্ধকর তেলাওয়াতের মাধ্যমে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ এর শ্রুতিমধুর কোরআন তিলাওয়াত রাসূলের(সাঃ) কাছে এতোটাই পছন্দ ছিলো যে তিনি তাঁকে পাঠ করতে বলতেন।

তো, মুহাম্মদ(সাঃ) সাহাবীদ্বয়কে নিয়ে যখন প্রার্থনায় নিমগ্ন আবদুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন তারা তাকে দেখলেন আল্লাহর কাছে রোনাজারিতে তিনি বিভোর। এরপর তিনি যখন দু’আ করা শুরু করলেন, রাসূল(সাঃ) থেমে গিয়ে তা শুনলেন এবং বলে উঠলেন,
“চালিয়ে যাও। তুমি চাইতে থাকো। নিশ্চয়ই তোমাকে দেয়া হবে।”

তখন আবু বকর(রাঃ) এবং উমর(রাঃ) আফসোস করছিলেন, যদি তারা সেই মূহুর্তে দু’আর এরূপ সমর্থন পেতে পারতেন!
আবদুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) তখন নিম্নোক্ত দু’আটি করছিলেন,

اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ إِيْمَانًا لا يَرْتَدُّ ، وَنِعِيْمًا لا يَنْفَدُ ، وَمُرَافَقَةَ نَبِيِّكَ مُحَمَّدٍ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ فِي أَعْلَى جَنَّةِ الخُلْدِ

❝হে আল্লাহ! আমি এমন ঈমান চাই যা কখনো বিন্দুমাত্র শিথিল হবে না। এমন আনন্দ যা কখনো নিঃশেষ হবে না। এবং চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ মাকামে রাসূল(সাঃ) এর সান্নিধ্য আমাকে দান করুন।❞

তখন রাসূল(সাঃ) বললেন, আমীন! এর চাইতে উত্তম আর কি হতে পারে!
এই দু’আটি আবদুল্লাহ ইবনে মাসউদের(রাঃ) কাছে এতোটাই পছন্দনীয়, মূল্যবান ছিলো যে তিনি বলেন, এমন কোন ফরজ নামাজ, নফল নামাজ ছিলো না যার শেষে আমি এ দু’আ পাঠ করিনি।

রাসূল সাঃ বলেছেন,
আল্লাহর কাছে চাইবার সময় কখনোই তোমরা শুধু জান্নাত চাইবে না। বরং প্রার্থনা করবে তিনি যেনো সর্বোচ্চ মানের জান্নাতে তোমাকে স্থান দেন। উক্ত দু’আতে আবদুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) আল্লাহর কাছে জান্নাত চেয়ে ক্ষান্ত হন নি। জান্নাতের সর্বোচ্চ মাকাম তো চেয়েছেন ই, উপরন্তু তিনি আল্লাহর কাছে আরজি পেশ করেছেন যেনো তাঁকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাগানে প্রিয় নবী মুহাম্মদ(সাঃ) এর সান্নিধ্য লাভের সৌভাগ্য দেয়া হয়!

আল্লাহ আমাদের সর্বোচ্চ, সর্বোত্তম জান্নাতে তার প্রিয় হাবীব(সাঃ) এর সাথে মিলিত হবার তাওফিক্ব দান করুন। আমীন।

পুণ্যবানের প্রার্থনা
পর্ব-৪

মূলঃ ওমর সুলাইমান

লিখেছেন

সাবিহা সাবা

আল্লাহর কাছে জবাবদিহির ভার লঘু করতে কিছুটা লিখালিখির চেষ্টা করি। এক্ষেত্রে অনুবাদ সাহিত্য বিশেষ পছন্দ।
আকাশে পরিচিত হতে চাই💙
জমিনে না হয় অপরিচিত ই থাকলাম...

All Posts

আল্লাহর কাছে জবাবদিহির ভার লঘু করতে কিছুটা লিখালিখির চেষ্টা করি। এক্ষেত্রে অনুবাদ সাহিত্য বিশেষ পছন্দ।
আকাশে পরিচিত হতে চাই💙
জমিনে না হয় অপরিচিত ই থাকলাম…

Exit mobile version