আমাদের অজ্ঞাতেই এমন কিছু ছোটছোট আমল পড়ে রয় যেগুলো নিয়ে আমরা চিন্তা করার সময় পর্যন্ত পাই না। এমন কিছু আমল যা আপনার আগের সব গোনাহ মুছে দিতে পারে। দেখতে শুনতে খুব ছোট কিন্তু মিযানের পাল্লায় অনেক ভারি। আমরা শুনি অমুক এতো পরিমাণ আমল করতেন, এই করতেন, সেই করতেন আর আফসোস করে বলি, আমরা তো আর এমন হতে পারবো না। অথচ আমাদের সামর্থ্যের মধ্যে থাকা আমলগুলো নিয়ে আমরা উদাসীন।
রমাদ্বানের আর মাত্র ছয়দিন বাকি যদি আজকের দিনটিকেও হিশেবে ধরা হয়। আমি চেষ্টা করবো এই ছয়দিনে এমন ছোটছোট ছয়টা আমলের কথা আপনাদের সাথে শেয়ার করার যেগুলো আমাদের পূর্বের সব পাপ মুছে দিবে ইন শা আল্লাহ।
আমাদেরকে নিয়ে যাবে রাহমানের আরো কাছাকাছি। আর আজ আমি যেই আমলটির কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সহীহ বুখারীর ৬৪০৫ নাম্বার হাদিসে।
প্রিয় নবী সা. বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ.
পড়বে তার সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ভাবতে পারেন! এই ছোট্ট তাসবিহটি মাত্র একশতবার পাঠ করলেই আপনার গোনাহগুলো (সাগীরা) ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কত সহজ না?
এরচেয়ে সহজ আমল আর কী হতে পারে?
পারবেন না আজ থেকে এই আমলটি শুরু করতে?
আল্লাহ আপনাকে ও আমাকে আমল করার তাওফিক দিন।