ঘরে খাচায় পাখি লালন পালন করার বিধান

আহারের সঠিক ব্যবস্থা করে ও কোনো কষ্ট না দেওয়ার শর্তে খাঁচায় বন্দি করে পাখি পোষা জায়েজ। তবে যেই সকল পাখি বাহিরে উড়ে বেরায় তাদের কে খাঁচায় বন্দী করা রাখা টা অনুচিত কেননা এতে তাদের স্বাধীনতা খর্ব করা হয়।

(আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৪৫৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৭৩)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version