Q/A
গায়রে মাহরাম আত্বীয়ের কথা বলার সীমা কতটুকু
শরীয়তে গায়রে মাহরাম আত্বীয়ের সংগে কথা বলার সীমা কতটুকু?
গাইরে মাহরাম আত্নীয়দের সাথে সব ধরণের দেখা সাক্ষাত ও কথাবার্তা হারাম। এসব ক্ষেত্রে তারা আর দশজন বেগানা নারী/পুরুষের মতোই।
বিশেষ কোন প্রয়োজনীয় কথা থাকলে পর্দার আড়াল থেকে সংক্ষেপে বলা যেতে পারে। এদের সামনে পড়ে গেলে চোখ নিচের দিকে রাখতে হবে। কোনক্রমেই তাদের দিকে তাকানো যাবেনা। তারা কিছু জিজ্ঞেস করলে খুব সংক্ষেপে জবাব দিয়ে চুপ থাকতে হবে। আত্মীয় হওয়ার কারনে একসাথে বসে কোন ধরনের গল্পগুজব আড্ডায় শরীক হওয়া যাবেনা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানার তাওফীক দিন।