মক্কা মদিনায় কি বাংলাদেশের মত খতম তারাবীহ পড়ানো হয়?
জ্বী, মক্কা মদিনায় বাংলাদেশের মত খতম তারাবীহ পড়ানো হয়। সেটা কোথাও দশ রাকআতে হয় বা বিশ রাকআতে হয়। এবারে যেহেতু করোনার কারণে দশ রাকআতে হয়েছে। আবার যদি অবস্থা ভাল হয়ে যায় তাহলে বিশ রাকআতে পড়বে। খতম তারাবীহ যে হয়না তা নয়, খতম তারাবীহ দোষের কিছু নয়। এর মাধ্যমে কোরআন কারীমকে পড়া হয়, এর মাধ্যমে কোরআন তেলাওয়াত করা হয়, এটা করা উত্তম। এটা যুগ যুগ ধরে আলেমরা করে আসছে। যারা মনে করে যে, খতম তারাবীহ করা বিদআত তারা সঠিক কথাটি বলে না।