Abul Kalam Azad BasharWriting
কোরবানীর সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ণ মাসআলা
কুরবানীর পশু যারা কিনতে যাবেন তাদেরকে মাথায় রাখতে হবে। কিছু কিছু পশু দিয়ে কোরবান যায়েজ নাই। এই জন্য আল্লাহ্র হাবীব বলেছেন, তোমরা যখন পশু খরীদ করবা, তখন চোখের দিকে ভাল করে তাকাই , আমরা যেন কান ভাল করে দেখি।