: হুমায়রা
: জ্বী,
: এ কয়দিন একটু পাশের ঘরটায় শোবে? আমি একটু একা থাকতে চাই।
হুমায়রা তার প্রিয়তমের কথা শুনে আঁতকে উঠে বলে, কখনও না, কোনদিনও না, কোনোভাবেই না।
: এই দেখো না, পাগলীটা একটুও বুঝে না। আমার শরীরে করোনার উপসর্গগুলো অনেকটাই বিদ্যমান দেখছি, আমাকে একা থাকতে দাও, ভাবছি কাল পরীক্ষাটা করিয়ে নিবো।
হুমায়রা গর্জে উঠে বলে, আপনার কিছুই হবে না, আল্লাহ সৎ কর্মশীলদের সাথেই আছেন।
: তুমি কী আল্লাহর সে আয়াত ভুলে গেলে?
আল্লাহর আজাব শুধু জালিমদের পাকড়াও করে না।
: হুম ঢের মনে আছে, আপনি কি রাসূলের সেই আমীয় বাণী ভুলে গেলেন, হযরত আয়েশা রা. বলেন রাসুল সা. বলেছেন, মহামারীতে কেউ ধৈর্য ধারণ করে আর এ অবস্থায় তার মৃত্যু হয়, সে শহীদি মৃত্যু লাভ করে।
: হুম তারপরও বলছি, তুমি আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখো,
: কেন? কেন?
হুমায়রা তার প্রিয়তমর বুকে নিজেকে আরো জড়িয়ে বলে, আইয়ুব আ. এর ঘটনা ভুলে গেলেন? যখন সবাই নবী আইয়ুবকে ছেড়ে গেলেন, তাখন কী তাঁর প্রিয়তমা তাঁকে ছেড়ে গিয়েছেন?
আমি আপনার বুকে মাথা রেখে আল্লাহর জিকির করতে করতে শেষ নিশ্বাস নিতে চাই। এই কথা বলে প্রিয়তমের বুকের সাথে মিশে যায়..। যেখানে ছিলো পরম মায়ার পরশ। যেখানে হার মানে ওর প্রিয়তমের সমস্ত যুক্তি। জয়ী হয় ওর ভালোবাসা।
সব ভালোবাসা গল্পে নয় কিছু ভালোবাসা জীবন থেকেও নেয়া যায়।
আল্লাহ এই মহামারীতে প্রতিটি মানুষকে একে অপরের পাশে থাকার তৌফিক দাও।
চলবে…..
কিছু গল্পের নাম হয় না।
পর্ব-০১