উঃ:- ওযু ভঙ্গের কারন ৬টি
১) পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোন কিছু বের হলে,
যেমন:- মনী (বীর্য), অদী প্রসাবের আগে বা পরে বের হয় এমন পিচ্ছিল তরল পাতলা পানি) ও পুজ ইত্যাদি বের হলে অজু ভেঙ্গে যায়।
(আবু দাউদ ২০৬,২০৭নং, তিরমীয ৬৪ নং ৯৯ হাদীস )
২) অজ্ঞান হলে বা গভীর ঘুমে অচেতন হয়ে গেলে অজু ভেঙ্গে যায়। কিন্তু তন্দ্রাচ্ছন্ন হলে অজু নষ্ট হয় না।
(আবু দাউদ : ২০০,,ও ২০২ নং হাদীস ও দারাকুৎনী)
৩) যে সব কারনে গোসল ফরজ হয় সেসব কাজে করলে অজু নষ্ট হয়ে যায়।
(সালাতে মুবাশশির: ১৮ নং পৃঃ)
৪) উটের গোশ্ত খেলে অজু ভেঙ্গে যায়, যেমন হাদীসে বর্ণিত হয়েছে অর্থ :এক ব্যক্তি রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করলেন :আমরা কি উটের গোস্ত খেলে ওজু করবো তিনি বললেন : হা উটের গোস্ত খেলে ওজু করবে “। (আহমাদ ও মুসলিম ২৫৫:নং হাদীস)
৫) অনুরুপ ভাবে পর্দা বা আবরন ছারা লজ্জাস্থান হাত দ্বারা স্পর্শ করলে ওজু ভেঙ্গে যায়, যেমন হাদীসে বর্ণিত হয়েছে সাহাবী আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যক্তি কাপড়ের আড়াল ছাড়া তা লজ্জাস্থানে হাত লাগাবে তার উপর ওজু করা ওয়াজিব হবে যাবে। অর্থাৎ তার ওজু ভেঙ্গে যাবে।
(আহমাদ ও নায়লুল আওতার ১ম খন্ড ২৫৫নং, আবু দাউদ :১৮১নং)
৬) মুরতাদ হলে তথা দ্বীন ইসলাম ত্যাগ করলে তার অজু ভেঙ্গে যাবে।