রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় তাঁর দুজন স্ত্রী ইন্তেকাল করেন। একজন ইন্তেকাল করেন মক্কায়, আরেকজন মদীনায়। মক্কায় ইন্তেকাল করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মদীনায় ইন্তেকাল করেন যাইনাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু আনহা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়ের পূর্বে যাইনাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু আনহার দুই বা তিনবার বিয়ে হয়। সীরাতবিদগণ তাঁর যেসব স্বামীর কথা উল্লেখ করেন, তারা হলেন:
- তুফাইল ইবনে আল হারিস রাদিয়াল্লাহু আনহু
- উবাইদাহ ইবনে আল হারিস রাদিয়াল্লাহু আনহু (তুফাইল ইবনে হারিসের ভাই)
- আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। [তাবাকাত ইবনে সা’দ: ৮/৮২, উসুদুল গাবা: ৫/৪৬৬]
তালাকপ্রাপ্তা বা বিধবা হবার পর পরবর্তী স্বামী তাঁকে বিয়ে করেন। তবে, সীরাতবিদদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে কখন কার সাথে তাঁর বিয়ে হয় এই নিয়ে মতভেদ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়ের পূর্বে যাইনাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শহীদের বিধবা স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বিয়ে করে সমাজে একটি বার্তা পৌঁছে দিলেন- শহীদদের পরিবারকে দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হবে, শহীদদের বিধবা স্ত্রীকে বিয়ে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃষ্টান্ত স্থাপন করেন।
৪০০ দিরহাম দেনমোহরের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাইনাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। [সীরাত ইবনে হিশাম: ২/৬৪৭]
যাইনাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু আনহার ডাকনাম ছিলো ‘উম্মুল মাসাকীন’ বা গরীবদের মা। তিনি অভাবী-গরীবদের এতো সাহায্য-সহযোগিতা করতেন যে, গরীবরা তাঁর কাছে সন্তানের মতো ছিলো। মায়ের কাছে কোনো আবদার করলে সেই জিনিসটা তার কাছে থাকলে যেমন ফিরিয়ে দেননা, যাইনাব রাদিয়াল্লাহু আনহা তেমন ছিলেন। গরীবদের দেখলে সাধারণত মানুষ বিরক্ত হয়। কিন্তু, তিনি গরীবদের ভালোবাসতেন। নিজের সাধ্যমতো গরীবদের অভাবমোচনের ব্যবস্থা করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে রাসূলের সাথে কমদিন সংসার করেন যাইনাব রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়ের মাত্র ৩ মাসের (কোনো কোনো বর্ণনায় ৮ মাস) মধ্যে তিনি ইন্তেকাল করেন। [ইমাম আয-যাহাবী, সিয়ারু আ’লাম আন-নুবালা: ২/২১৮]
খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন, তখন জানাযার বিধান নাযিল হয়নি। সেজন্য, যাইনাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একমাত্র স্ত্রী, যার জানাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ান।