Writing

ইসলামিক শিক্ষনীয় গল্প

এক মহিলার বাড়ীতে স্বামী সন্তান কেউ ছিল না। এমন এক বাড়ীতে ইমাম সাহেব তার অবুঝ সন্তান নিয়ে দাওয়াত খাইতে গেল। মহিলা ছিল পর্দানশীল। দুটি রুমের মাঝখানে ছিল একটি দরজা। দরজাটিও ছিল পর্দা লাগানো। পর্দার একপাশ থেকে একটা একটা খাবার মহিলাটি ঠেলে দিল, ইমাম সাহেব অপর পাশ থেকে তৃপ্তি সহকারে সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করলো।

আর এই যে, মানুষ যা চেষ্টা করে
তা সে পায়।
সূরা আন নাজম: ৩৯

খাবার শেষে সন্তান তার বাবাকে বলল, বাবা এরকম একটা পর্দা আমাদের বাড়ীতে লাগিয়ে দিবা।!। বাবা বলল, কেন???
সন্তান বলল, বাবা দেখলা না পর্দায় মজার মজার খাবার দেয়!!!
বাবা বলল, আরে বোকা পর্দায় খাবার দেয় না, পর্দার আড়ালে কেউ আছে সে খাবার দেয়।!।

আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই।
আমি তার উপর ভরসা রাখি।
আমি তার নিকট ফিরে যাব।
[সূরা হূদঃ ৮৮]

ঐ অবুঝ বালকের মতই আমরা অনেকেই ভাবি, জমি আমাদের খাবার দেয়, চাকরী ব্যবসা আমাদের ইনকাম দেয়, অসুস্থতায় ডাক্তার আমাদের সুস্থ করে তোলে, দক্ষ ড্রাইভার আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে। আসলে জমি, চাকরী, ব্যবসা, ডাক্তার এসব কিছু হচ্ছে পর্দা এই পর্দার আড়ালে সবকিছুর নিয়ন্ত্রক মহান আল্লাহ !!!
যিনিই সবকিছু নিয়ন্ত্রন করে থাকেন।

তারা আল্লাহর নেয়ামত সমূহ চেনে।
তবুও তা অস্বীকার করে।
তাদের অধিকাংশ অকৃতজ্ঞ।
[সূরা নাহলঃ৮৩]

Lekhok mahmudul hasan

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture