Scholar BanglaDr. Monjur Elahi
ইমামের সাথে রুকু পেলে রাকআত গণ্য হবে কি?
ইমামকে রুকু অবস্থায় পাওয়া গেলে সে রাকআত গণনায় আসবে কি না?
অধিকাংশ ওলামায়ে কেরামগন বলেছেন ইমামকে যদি রুকুতে ধীরস্থির ভাবে পাওয়া যায়, তাহলে সেটি রাকআত পেয়েছে বলে গন্য হবে। সে রাকআতটি গন্য হবে।
এক্ষেত্রে সাহাবীর যে আমলটি তিনি রাকআত পাওয়ার জন্য যখন মসজিদে ঢুকলেন এবং রুকু থাকা অবস্থায় ঢুকে গেলেন রাসুলুল্লাহ صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ তাকে বললেন আল্লাহ্ তোমার হেরস বাড়িয়ে দেন তবে তুমি একাজটি ২য় বার করোনা।
তাহলে তিনি বুঝাচ্ছেন যে, রুকু পাওয়ার জন্য সাহাবী যে সিস্টেম ফলো করেছেন সেটা পুনরায় না করাই ভাল, তবে তিনি সায় দিয়েছেন যে তার রাকআত হয়ে গেছে।