Writing
আপনার প্রতি অন্যায়-অবিচার করলে
কেউ আপনার প্রতি অন্যায়-অবিচার করলে, ধোঁকা দিলে বা ওয়াদা ভঙ্গ করলে; তাকে গালিগালাজ বা অভিসম্পাত করার দরকার নেই।
বরং, তার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিন।
আমরা কিছু বললে হয়তো সীমালঙ্ঘন করে ফেলব, মনের ক্ষোভ পুষে রাখলে নিজেকেই কষ্ট দেব; তার চেয়ে বরং চুপ থাকাই ভালো।
তাই নিজে কিছু না বলে, আল্লাহর কাছে ন্যস্ত করুন।
আল্লাহ বিচার করবেন!
আমাদের দুয়েকটা কথার চেয়ে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, তখন সেই বিচারটাই সবচেয়ে বেশি ভারী হবে। অন্যায়কারীদের জন্য সেদিন পালাবার কোনো সুযোগ থাকবে না।
‘সেদিন মানুষ বলবে, আজ পালানোর জায়গা কোথায়?’ (সূরা ক্বেয়ামাহ , আয়াত ১০)
يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
সূরা আল ক্বেয়ামাহ
আয়াত ১০