Zuma's khutba

আদম হাওয়া সম্পর্কে কিছু ভ্রান্ত গল্প জুমা খুৎবা

আদম হাওয়া সম্পর্কে কিছু ভ্রান্ত গল্প ড.আবুল কালাম আজাদ বাশার। জুমা খুৎবা ১৯/০২/২০২১ইং।
আমাদের বাবা আদম উলঙ্গ মা হাওয়া উলঙ্গ, আমরা তাদের সন্তান। আল্লাহ কোরআন মাজিদে এ কাহিনীগুলো আমাদের কে শুনায়। এগুলা তো লজ্জার কাহিনী আল্লাহ এগুলো শোনাইয়া বাবা আদম মা হাওয়া কে বদনাম করছে না।  সন্তানের কাছে মা বাবা অপরাধের কীর্তি বলে ছোট করছেন না বরং আল্লাহ বুঝাতে চান ও সন্তানেরা, আদমের একটা অপরাধ করার কারণে বাবা আদম এর গায়ে জান্নাতের পোশাক রাখি নাই। তোমরা যারা জান্নাতে আসার স্বপ্ন দেখো তোমরাও সাবধান!

সাবধান!
একটা অপরাধ করছে আমি পোশাক খুলে নিয়েছে। কিন্তু আবার আল্লাহ তায়ালা তাদের দুজনকে ক্ষমা করলেন দুজনকে আবার জান্নাতের মেহমান বানালেন। তাদের কবর জান্নাতের টুকরো হয়ে আছে, তার মুক্তিপ্রাপ্ত মাসুম হয়ে গেলেন।

বিপরীতে শয়তান একটা কথা শুনে নাই, সে কিন্তু রক্ষা পায় নাই সে কাফের হয়ে গেছে। সব আমল বরবাদ সে হবে জাহান্নামী।

এখন আদম কেন জান্নাতি, শয়তান কেন জাহান্নামী?

কারণ শুধু একটা, সে কারণটা হলো আদম গুনাহর পড়ে তওবা করেছেন, কিন্তু শয়তান তওবা করে নাই।

এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমি সহ আপনারা সবাই। আমাদের গুনাহ আছে নাকি নাই?

আছে এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।

আপনি কার মতো হতে চান?

আদমের মতো নাকি ইবলিশের মত?

আদমের মত।

আদমের মত হবেন ক্ষমা আপনিও পাবেন। মানুষ গুনাহ করবে সেটা আল্লাহ তাআলা ভালো করা জানেন। কারণ গুনাহ করার প্রবণতা তাদের মাঝে আছে। নফসে আম্মারা, ইবলিশ শয়তান সাথে আছে।

যে সমস্ত রিফুগুলো সেগুলো ভিতরে আছে সবগুলা তাদেরকে গুনাহ করায়ে ছাড়বে, আল্লাহ তায়ালা এটা ভালো করে জানেন।

তাই তিনি গুনাহ করার পরে মুক্তি পাওয়ার তাওবার দরজাটা নিজেই খুলে দিয়েছেন। 

তিনি বলছেন তুমি যতই গুনাহ করো অপরাধ করো আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না যদি তুমি তওবা করো তারপরে তুমি ধীরে ঈমানদার হয়ে যাও নেক আমল করতে শুরু করে দাও আমি তোমার গুনাহ শুধু মাফ করবো না ওই গুলুকে সওয়াবে সব বদল করে দিব

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture