পূর্বের স্বামী রেখে নতুন বিয়ে অবৈধ ও বেআইনি
ইসলামি শরিয়তের বিধান হল, কোনো নারী কারও বিবাহে থাকাকালীন নতুন বিয়ে করতে পারবে না। স্বামী তাকে তালাক দিতে হবে অথবা স্বামী মারা যেতে হবে কিংবা স্ত্রী স্বামীর দেওয়া অধিকার বলে নিজের ওপর তালাক গ্রহণ করতে পারে। যথানিয়মে তালাকপ্রাপ্তা হওয়ার পর নির্দিষ্ট সময় ইদ্দত পালন করতে হবে। যেমন তিন মিনস বা তিন পিরিয়ড। ইদ্দত পালন শেষ হলে অন্য কারও সাথে বিয়ে বসতে পারবে। এই নিয়ম ছাড়া বিয়ে করলে বিয়েই হবে না। সম্পূর্ণ অবৈধ ও হারাম হবে। বিয়েই যেহেতু হয়নি, তাই তাদের মেলামেশা সুস্পষ্ট ব্যভিচার হিসেবে গণ্য হবে।