অন্যের গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খাওয়া যাবে কি?
অনেক সময় ফল-গাছের নিচে কাঁচা বা পাকা ফল পড়ে থাকে। পথচারীদের কেউ কেউ তা মালিকের অনুমতি ছাড়া কুড়িয়ে নেয়। এক্ষেত্রে কোনো কোনো মালিক এ ধরনের ফল নিতে কাউকে নিষেধ করে না, আবার কেউ কেউ নিষেধ করে। এমতাবস্থায় অনেকের প্রশ্ন হলো, গাছের নিচে পড়ে থাকা ফল মালিকের অনুমতি ছাড়া কুড়িয়ে নেওয়া বৈধ কি না? এখানে বিষয়টির শরয়ী হুকুম আলোচনা করা হলো।
গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে নিতে যদি মালিকের পক্ষ থেকে কোনো প্রকার বাধা বা নিষেধ না করা হয় তাহলে উক্ত ফল কুড়িয়ে খাওয়া জায়েয। হাদীস শরীফে আছে। হযরত রাফে ইবনে আমর আল গিফারী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন-
كُنْتُ أَرْمِي نَخْلَ الأَنْصَارِ فَأَخَذُونِي فَذَهَبُوا بِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَافِعُ! لِمَ تَرْمِي نَخْلَهُمْ؟ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: الْجُوعُ. قَالَ: لاَ تَرْمِ وَكُلْ مَا وَقَعَ، أَشْبَعَكَ اللَّهُ وَأَرْوَاكَ .
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
‘আমি (বাল্যকালে) আনসারীদের খেজুর গাছে ঢিল ছুঁড়ে মারতাম। তাঁরা আমাকে ধরে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, হে রাফি! তুমি তাঁদের খেজুর গাছে ঢিল ছুঁড় কেন?
আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, ক্ষুধার কারণে। তিনি বললেন, তুমি ঢিল ছুঁড়বে না। গাছের নিচে যা পড়বে তা-ই খেয়ে নিবে। আল্লাহ্ তোমার পেট ভরে দিন ও তোমাকে পরিতৃপ্ত করুন।’
-জামে তিরমিযী, হাদীস: ১২৯১; সুনানে আবূ দাউদ, হাদীস: ২৬২২
তবে কখনো যদি এ ব্যাপারে মালিকের অসম্মতি বা অসন্তুষ্টি বুঝা যায় তাহলে সেক্ষেত্রে পড়ে থাকা ফলও কুড়িয়ে নেওয়া জায়েয হবে না। কেননা গাছের নিচে পড়ে থাকা ফলও গাছের মালিকের অধিকার। সুতরাং তার সম্মতি ছাড়া কারো জন্য তা ভোগ করা বৈধ হবে না। যদি কেউ মালিকের অনুমতি ছাড়া কোনো ফল নিয়ে থাকে তাহলে তাকে যেভাবেই হোক এর মূল্য পরিশোধ করতে হবে অথবা মালিকের কাছে মাফ চেয়ে নিতে হবে।
-আদ্দুররুল মুখতার ৪/২৮৪; ফাতাওয়া খানিয়া ৩/৩৯১; আলমুহীতুল বুরহানী ৮/৫৪; আননাহরুল ফায়েক ৩/২৮৪; ফাতাওয়া মাহমূদিয়া ১৪/১৭৫