সঞ্চয়পত্রের লভ্যাংশ কি হালাল?

বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের লভ্যাংশ দেওয়া হয়ে থাকে গ্রহণ করা কি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েয হবে কি?
সঞ্চয়পত্রের লভ্যাংশ দেয়া হয় সেটি বিভিন্ন পার্সেন্টেজে দেয়া হয়ে থাকে। যে পার্সেন্টেজে দেয়া হয়ে থাকুক না কেন এই লভ্যাংশ টা স্পষ্ট ভাবে সুদ এটাকে কখনো সুদ নামকরণ করা হয় বা কখনো ইন্টারেস্ট নাম দেয়া হয়।

নাম যাই দেয়া হোক না কেন এটা মূলত সুদের সংজ্ঞায় পরে।
যার কারণে সঞ্চয়পত্রের যে প্রফিট বা সুদ বা লভ্যাংশ সেটা আসলে গ্রহণ করা আমাদের জন্য একজন মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না।

কারণ হলো যে আমরা এখানে যে টাকাটা ইনভেস্ট করছি সঞ্চয় পত্র কিনছি তার বিপরীত নির্দিষ্ট হারে লভ্যাংশ দেয়া হচ্ছে। ব্যাপারটা যদি এমন হতো আমরা এখানে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে বিনিয়োগ করা হবে কোনো বাণিজ্যিক খাতে তারপর সেখান থেকে যে প্রফিট হবে একটা পার্সেন্টেজ পেতাম।

আবার লস হলে তার ও ভার যদি পার্সেন্টেজ এর উপর ভিত্তি করে লাভ কখনো বেশি হতো কখনো কম হতো অর্থাৎ এক কথায় বাণিজ্যিক ভিত্তিতে একজন মানুষ ব্যবসায়ী ইনভেস্ট করলে লাভ লস এর ভিত্তিতে যেরকম লাভ উঠানামা করে লাভের পাশাপাশি লস হতে পারে কিংবা লাভ লস উঠানামা করুক বা না করুক ফিক্সট হোক বাণিজ্যিক ভিত্তিতে দেয়া হত তাহলে সে ক্ষেত্রে এটা জায়েজ হত।

Exit mobile version